৭ মে যুদ্ধকালীন মক ড্রিল ৬৩ বছর পরে মোট 259 জেলায় আজ রাতে বাজছে বিমান হামলার সাইরেন। বিশ্বের সবচেয়ে বড় এয়ার রেড সাইরেন এবং তার গর্জন ও তার আওয়াজ পাবেন সীমান্তবর্তী সকল মানুষ। কলকাতা, কোচবিহার, দার্জিলিং জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, হলদিয়া, খড়গপুর আসানসোল, চিত্তরঞ্জন আলিপুরদুয়ার, রায়গঞ্জ ইসলামপুর, মাথাভাঙ্গা, কালিম্পং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ হাওড়া হুগলিতে।

পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মক ড্রিল হবে এবং সাইরেন বাজলে আমাদের কি কি করব দেখে নেওয়া যাক।

  • সাইরেন বাজলেই যেকোনো সুরক্ষিত স্থানে নিজেকে স্থানান্তরিত করুন।
  • যে কোনো রকমের আলোর উৎস বন্ধ করে ব্ল্যাকআউট রাখুন
  • বাড়ির বাইরে থাকলে ঘরে ঢোকা সম্ভব না হলে কাছাকাছি কোন সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন
  • অফিস শপিং মল কারখানা এসব জায়গায় জরুরী প্রস্থান বা বেরোনোর রাস্তা চিনে রাখুন এবং তা সক্রিয় আছে কিনা দেখে রাখুন।
  • কোন গুজব ছড়াবেন না প্রচারিত নির্দেশ মেনে চলুন।
  • বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় ক্যামাফ্লজ ও জরুরি প্রস্থান ব্যবস্থায় রাখুন।

Leave a comment