ভক্তের ভালোবাসায় নাকি ভগবান মর্তে নেমে এসেছেন বারে বারে, যুগে যুগে। আজ ভক্তদের ভালোবাসায় দিঘা জগন্নাথ মন্দির হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ।

জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই প্রশাসন পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে মন্দির ঘিরে পর্যটন শিল্পের জন্য এক নব জোয়ার আনা হবে দিঘায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই জগন্নাথ মন্দির দিঘা পর্যটনে একটি বাড়তি মাত্রা যোগ করেছে। যখন রাজনৈতিক মহলে জগন্নাথ মন্দিরকে ঘিরে “ধাম” কথাটি নিয়ে বিশেষ বিতর্ক চলছে তখন সেই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্য থেকে দিঘা গিয়ে জগন্নাথ মন্দিরের পুজো দেওয়ার এবং দিঘা বেড়াবার আনন্দে ব্যস্ত।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের পর্যটকরাও ভিড় জমিয়েছে দিঘার সৈকতে, নবনির্মিত দিঘা জগন্নাথ মন্দির পর্যটকদের মন কেড়েছে।
পর্যটন ক্ষেত্রে পর্যটকদের ভিড়ে দিঘাকে আজ হয়ে উঠেছে স্বয়ং সম্পূর্ণ। মন্দির উদ্বোধনের পর সেই কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে। সকাল ৬টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকছে মন্দির এবং এই প্রতিদিনের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শনের ভিড় জমাচ্ছে লক্ষ লক্ষ পর্যটকরা।

Leave a comment