তিনটি বিধানসভা নিয়ে এবার নতুন মহকুমা গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জেলার মানুষের কথা মাথায় রেখে সুতি, সামশেরগঞ্জ এবং ফারাক্কা এই তিন বিধানসভা নিয়ে একটি মহকুমা গঠন করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে উপকৃত হবেন ঐ এলাকার জনগন। মূলত সামশেরগঞ্জ এলাকায় বিড়ি শ্রমিকদের সংখ্যা বেশি। ফারাক্কাতে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এই এলাকার কাউকে সরকারি কাজের জন্য ছুটতে হত জঙ্গিপুরে। নতুন মহকুমা গঠিত হ’লে সেই ঝক্কি আর পোহাতে হবে না সাধারণ মানুষকে।
আগে থেকেই ৫ টি মহকুমা রয়েছে মুর্শিদাবাদে। বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, ডোমকল ও কান্দিতে রয়েছে মহকুমা। এছাড়াও দু’টি পুলিশ জেলা রয়েছে এই জেলায়। তবে আরও একটি মহকুমা গঠনের ঘোষণায় খুশি এলাকাবাসীরা। মঙ্গলবার দুপুরে সূতির ছবিঘাটি স্কুল মাঠে আয়োজিত প্রশাসনিক বৈঠকে মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Leave a comment