দেশের কয়েকটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক যেমন SBI, HDFC, PNB, এবং INDUSIND সহ অনেক ব্যাঙ্ক ১মে তাদের গ্রাহকদের জন্য নতুন নিয়ম কার্যকর করছে।

১ মে, ২০২৫ তারিখ থেকে আরবিআই এর নির্দেশ অনুযায়ী ব্যাঙ্ক গুলি সংশোধিত এটিএম চার্জ কার্যকর করতে পারবে।

ব্যাঙ্ক গুলি জানিয়েছে যে বিনামূল্যের সীমা পার হবার পর প্রতিটি লেনদেনের ওপর অতিরিক্ত ২৩ টাকা + জিএসটি দিতে হবে।

এর ফলে এটিএম থেকে নগদ টাকা তোলা অত্যধিক ব্যায়বহুল হয়ে যাচ্ছে। যে কোনো গ্রাহক তাঁর ব্যাঙ্কের এটিএম থেকে এক মাসে সর্বোচ্চ ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন (আর্থিক ও অ আর্থিক লেনদেন সহ) .
বিনামূল্যের সীমা পার হবার পর প্রতিটি লেনদেন এর জন্য ২৩ টাকা চার্জ দিতে হবে।

P N B এর ক্ষেত্রে নন ফিনান্সিয়াল লেনদেনের জন্য ১১ টাকা চার্জ ধার্য হয়েছে।

Leave a comment