দুপুর গড়িয়ে বিকেল হলেই শুরু হবে ঝড়বৃষ্টি ক
লকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। তবে এই স্বস্তির আবহাওয়া স্থায়ী হবে না বেশিদিন। এই সপ্তাহের শেষের দিকেই ফের চড়বে তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সহাবস্থানের ফলে জেলায় জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আইএমডি। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও নদীয়া জেলার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

তবে রাজ্য জুড়েই সপ্তাহান্তে পারদ চড়তে পারে। তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি। কলকাতা আজ অর্থাৎ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ শতাংশ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment