আজ অর্থাৎ রবিবার সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লেই সঙ্গে সঙ্গে রুপ বদলাবে আবহাওয়ার।

আজ অর্থাৎ রবিবার সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রুপ বদলাবে আবহাওয়ার। দক্ষিণবঙ্গে প্রথমে আংশিক মেঘলা আকাশ এবং পরে সন্ধ্যা বা রাত থেকেই শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাব বাড়তে শুরু করবে। এর সঙ্গেই চলবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির প্রভাব থাকবে মঙ্গলবার পর্যন্ত। রাজ্যজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস

কলকাতায় আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং গতকাল সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা চিলো ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস

Leave a comment