UPI ব্যবহারকারীদের জন্য লাগু হচ্ছে নতুন নিয়ম! বদল হতে চলেছে লেনদেনে
বেশিরভাগ মানুষই আজকাল ক্যাশ ছেড়ে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) নির্ভর। তবে অনেকক্ষেত্রেই প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। ওটিপি বা প্রতারকদের QR কোডে ভুল বশত পেমেন্ট হয়ে গেলে সেই টাকা খোয়া যাচ্ছে গ্রাহকদের। যদিও এরপরেও দেশের ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠান চলছে প্রধানমন্ত্রীর বক্তব্য। এর আগেও অনেকবার সিকিউরিটি প্যাচ লেভেলকে আপডেট করে জালিয়াতি রোখার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতেও লাভ হয়নি তেমন।
যদিও এবার অভিনব এক পদক্ষেপ নেওয়া হতে চলেছে ইউপিআই এর লেনদেনের ক্ষেত্রে। NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া)-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশনগুলিকে ব্যবহারকারীর ব্যাঙ্কে নথিভুক্ত নাম প্রদর্শন করতে হবে। অর্থাৎ QR কোড স্ক্যান করলে যে নাম প্রদর্শিত হয় তা বৈধ হবে না লেনদেনের ক্ষেত্রে। এছাড়ার ফোন নম্বর ব্যবহার করে লেনদেন করতে গেলেও ফোন নম্বের সঙ্গে উল্লেখ করা নামও বৈধ হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে নথিভুক্ত নাম দেখেই পাঠাতে হবে টাকা।
এর ফলে উপকৃত হবেন গ্রাহকরাও কারণ তারা যখনই লেনদেন করতে যাবেন তখন তাদের নতুন করে আর ব্যাঙ্ক সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য আদান প্রদান করতে হবে না। আগামী ৩০ জুনের মধ্যে এই নতুন নিয়ম কার্যকর হবে।

Leave a comment