গত ৩ রা এপ্রিল যোগ্য ও অযোগ্য মামলায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল বলে রায় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হয় শুনানি। এরপরেই আন্দোলনে নামের চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

রিভিউ পিটিশনে যাওয়ার কথা আগেই জানিয়েছিলো রাজ্য। এবার চাকরি বাতিল মামলায় পূনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হ’ল রাজ্য।

মধ্যশিক্ষা পর্ষদও একই মর্মে এই আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য মধ্যশিক্ষা পর্ষদ, একসাথে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ায় শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলো বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য। সেই মর্মে সুপ্রিমকোর্ট রায় দিয়েছিলো যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ৯ মাস কাজ চালিয়ে যেতে পারে।

এবার রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদ বাতিল হওয়া সম্পূর্ণ প্যানেলের জন্যই রিভিউ পিটিশন দায়ের করল সুপ্রিম কোর্টে যার শুনানি হতে পারে ৮ মে।

Leave a comment