চক্ষু পরীক্ষা করিয়েছেন – ১৫১০ জন

বিনামূল্যে চশমা পেয়েছেন – ৮০৯ জন।

বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছেন – ১৯৭ জন।

বিধায়ক শ্রী অতীন ঘোষের উদ্যোগে এই কর্মযজ্ঞে সাহায্য করেছে “শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউট”।

মানুষের ভিড় হয়েছিলো এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাশীপুর বেলগাছিয়া বিধানসভার মাননীয় বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র শ্রী অতীন ঘোষ, ৩ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী দেবীকা চক্রবর্তী, ৬ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুমন সিং, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রিয়দর্শিনী ঘোষ বাওয়া, বর্ষীয়ান নেতা শ্রী সুজিত ভট্টাচার্য ও আনোয়ার খান সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ।

Leave a comment