কেঁপে উঠলো পায়ের তলার মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪এই মুহূর্তে উপকূলীয় জনবসতির সবাইকে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ জারি করেছে প্রশাসন। কারণ সুনামির পূর্বাভাস রয়েছে ঐ অঞ্চলে। তার আগেই তীব্র কম্পন অনুভূত হ’ল সেখানে।

এবার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে চিলির দক্ষিণ উপকূল ও আর্জেন্টিনায়। সেখানকার জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী এই পরিস্থিতিতে সেদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত ম্যাগালান প্রণালীর সমস্ত উপকূলীয় অংশ থেকে জনসাধারণকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় নিতে বলেছে চিলি প্রশাসন। জারি হয়েছে সুনামির সতর্কতা। NSDPR (ন্যাশনাল সার্ভিস ফর ডিজ়াস্টার প্রিভেনশন অ্যান্ড রেসপন্স) -এর তরফে এই নির্দেশ জারি করা হয়েছে জনগণের উদ্দেশে।

তবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪ হলেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এক্স হ্যান্ডেলেও এই দূর্যোগ মোকাবিলা এবং দূর্যোগের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন। বিশ্বের একেবারে দক্ষিণ অবস্থিত আর্জেন্টিনার উশুইয়া শহরে, স্থানীয় কর্তৃপক্ষ তিন ঘণ্টার জন্য বিগল চ্যানেলে সকল ধরনের নৌচলাচল ও অ্যাক্টিভিটি স্থগিত রাখার নির্দেশ দেয়।

কিছুদিন আগেই থাইল্যান্ড ও মিয়ানমারেও ভূমিকম্প অনুভূত হয়। সেদেশের এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সূত্রে পাওয়া খবর অনুযায়ী কম্পনের মাত্রা ছিলো ৬.২। তবে সেখানেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Leave a comment